এক জঙ্গলে এক ভয়ংকর বাঘ রাজত্ব করত। সে সব পশুকে ভয় দেখিয়ে খাবার আদায় করত। একদিন তার সামনে পড়ে গেল ছোট্ট এক খরগোশ।
খরগোশ হেসে বলল:
“আমার কিছু বলার আছে, শুনবে?”
বাঘ একটু অবাক হলো। বলল, “তুই বল, তারপর তোকে খেয়ে ফেলব।”
খরগোশ বলল:
“এই জঙ্গলে আমি একা না। আরেকটা বাঘ আছে, সে বলছে সে-ই জঙ্গলের আসল রাজা। আমি ওর কাছে যাচ্ছিলাম খাবার দিতে।”
বাঘ চটে উঠল, “কোথায় সেই বাঘ?”
খরগোশ বলল:
“আমার সঙ্গে চলো, দেখিয়ে দিই।”
খরগোশ বাঘকে নিয়ে গেল জঙ্গলের এক বড় কুয়োর কাছে। বলল, “ওই কুয়োর ভিতরে আছে সে বাঘ। খুব দম্ভী!”
বাঘ নিচে তাকিয়ে দেখে—জলের ভিতর নিজের প্রতিচ্ছবি। রেগে গর্জে উঠল,
“তুই আমায় চ্যালেঞ্জ করিস!”
সে এক লাফে কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ে। আর উঠতে পারল না।
খরগোশ হেসে বলল:
“এই জঙ্গল এখন বাঘমুক্ত।”
শিক্ষণীয় বার্তা:
অহংকারী যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধিমানের সামনে সে একদিন নিজের ফাঁদেই পড়ে।
No comments: